কাজল কালো আঁখি তোমার, মেঘ কালো চুল
রূপসী তোমায় চিনতে আমি করিনি তো ভুল,
দুগ্ধ ধবল গতর তোমার, কারুকাজ্জে মুখশ্রী  
তুমিই হবে আমার প্রাণের প্রিয়া শুভশ্রী।


সরু কোমর তোমার কবুতরের মতো ঠোঁট
তোমার প্রেমে পাগল যতো হয়েছে এক জোট,
মায়াবী হরিণ যেন চলন তোমার, মুগ্ধ নয়ন,
অপলক চেয়ে, মনে হয় আছো পাশে শয়ন।


তোমার রূপে মুগ্ধ যতো কবি সাহিত্যিক
হারিয়েছে আবেগ কাব্যিকতা ছন্দ অন্ত্যমিল,
কতো জনাই ঘুরে-ফিরে তোমার পিছে
আদর-সোহাগ ভালবেসে কাকে নিবে কাছে।


তোমায় খুঁজি পথ-প্রান্তরে, বন-জঙ্গলে দিবা-নিশি
কোথায় আছো কেমন আছো জানে না এই মন,
ফিরছি না ঘরে, তোমায় না পেলে, করেছি যে পণ
নেই জীবনে তুমি ছাড়া আমার, দামী কোন ধন।

              তাং- ৪র্থা নভেম্বর ২০১৫ ইং
                    ১৯ কার্ত্তিক ১৪২২ বাংলা
                     দাম্মাম, সৌদিআরব।