পা থাকেনা মাটিতে মোর শূন্যে যখন ভাসি,
চাওয়ার আগে পেয়ে গেলে হয়ে যায় তা বাসী !
চোখ থাকেনা নিম্নমুখি এদিক-ওদিক চায়
মনের মাঝে খারাপ চিন্তা শুধুই-শুধুই পায় !
হাত থাকেনা নিজ দখলে মন্দতে হাত বাড়ায়
অসৎ সঙ্গে মিলে যে সে নিজের কপাল পোড়ায় !
কান শোনেনা ভালো কথা মন্দ খবর রাখে
ছুটে বেড়ায় দ্রুত বেগে কাল বাজারের বাঁকে ।


০২ বৈশাখ ১৪২৬, ১৫ এপ্রিল ২০১৯