ভাবতে-ভাবতে তার কথাটি করছি জীবন পার
বেলা শেষে এখন বলে কে আমি; আমি কার?
সকাল-বিকাল সন্ধ্যা-রাতে থাকতো আমার বাঁকে
একটু সুখের দেখায় এখন আমায় দূরে রাখে ।
আমি ছাড়া চলতো না তার একা একটি দিন
আঁধার ছিলো জীবন জুড়ে ছিলো শুধুই ঋণ ।
এখন যে সে সুখে বাঁচে ভুলে গিয়ে আমায়
শূন্যে ওড়ে আকাশ মাঝে; মাটিতে যে নামায় ।
তবু তারে ভালোবাসি থাক না অনেক দূর
তার কারণে দিবা-নিশি কাঁদে হৃদয়পুর ।


২৭ মার্চ ২০১৯