কান্না আমার যদি না তোমার কানে পৌছে,
ভেবে নিও আছি আমি মহা সুখে,
এই কান্নার জল দূরে ঠেলে সুখের বেশে
হাসি মুখে যদিও থাকি দুঃখে ।
দুঃখ আমার যদি না তুমি কভু দেখো
বুঝে নিও সুখেই আছি এই ভাবনায় থেকো,
দেখতে কি আর পাবে আমার মনের ক্ষত
দুঃখের পাহাড় ! সুখে আমায় পাশে রেখো ।
আমার নিঃশ্বাসের শব্দ যদি
তোমার বুকে আর নাই বাজে,
জেনে নিও আমিও নেই তোমার মনে
দূর কোনো আকাশে একলা সাজে।
ঘুমের ঘোরে স্বপ্ন পাতে ছবি আমার
যদি না তোমার চোখে ভাসে,
শোনে যেও; ডেকো আমায়
পাবে সর্বক্ষণই পাশে-পাশে।।
একলা পথে হাঁটবে যখন সন্ধ্যা কিংবা রাতে
দেখো তখন পাশে আছি কি গো তোমার সাথে ?
মনে করে নিও, আমিও আছি সামনে-পিছে
তোমার মন আত্মায় মিশে; নয় তা মিছে ।।


শ্রাবণ ১৪২৪, জুলাই ২০১৭