মাঝে-মাঝে তোমার সাথে অকারণে ঝগড়া বাধে
           বার-বার পা বাড়াই সেই একই ফাঁদে।
‘এই প্রান্তে আমি আর অন্য প্রান্তে তুমি রাগ
এখানে ঘুমিয়ে আমি আর ওখানে তুমি জাগ’।
                 বিনা কারণেই কথার হেরফের
                 অযথায় মান-অভিমান বিভেদ ।
                 দূর আকাশে মেঘের ঘনঘটা
                 মনে আকুল প্রেমের আবেগ।
যখন তুমি আকাশ দেখো; দেখি আমি চাঁদ
একই বৃত্তে দু’জন- তবু মাঝখানে এক বাঁধ।
       তুমি মেঘ ধরো আর ছুঁই আমি বৃষ্টি
       একই মোহনায় দু’জন তবু অনাসৃষ্টি ।
ফুলে মুগ্ধ তুমি - আমি পাখিতে বিমুগ্ধ
  একই জলে ভিজে দু’জন হই বিশুদ্ধ ।


দাম্মাম, সৌদিআরব
১৩ জ্যৈষ্ঠ ১৪২৫, ২৬ মে ২০১৮