ভাবনা যখন ভালোর দিকে মন্দ টানে কোন প্রাণে
ভালোর কথায় আলো আনে, ছড়ায় যে সুর সেই গানে ।
"রয় না টিকে কালো বেশি
হারায় যে সেই শক্তি পেশি"
'আসলে আলো পালায় কালো' ভেসে যায় জলের বানে ।


ভালো-মন্দ দুই মিলেই এই মানব জীবন ধন্য
কার মনে কি রাখা থাকে আবার কারো জন্য ।
"কেউ খুঁজে পায় সুখের দেখা
কারো থাকে দুঃখের রেখা"
পাগল হয়ে ঘুরে বেড়ায় সুখের লাগি হন্য ।


১০ জুন ২০১৯