"সখি ভালোবাসা কারে কয়
সেই কি শুধুই যাতনাময়"
রবি ঠাকুর বলে-
আমিতো তা মানিবার নয়।
ভালোবাসা সেই যে ভালো
পাওয়া না পাওয়ার কথা নয়,  
মিলনে যে সুখ বিচ্ছেদে দুখ
এমনই তো হয়।
ভালোবাসা স্রষ্টার সৃষ্টি
যে ভাবে পাও তেমনি নাও,
হয় কতো বার কয়বার হিসেব নয়
ভালোবাসা হবে বারবার,
শত বার হয় তো ফের আবার
নয়তো হবারই নয় ।
জানি না আরও কতো বার হয়
অপেক্ষায় তব ভালোবাসার
আসবে যখন-তখন
সকাল-বিকেল,  বর্ষা-শরৎ
দিন-রাত মানবার নয় ।
ভালোবাসা কখন কোথায়
কারো সাথে যে কিভাবে হয়।
ভালোবাসে কেউ ধন-সম্পদ
কখনো তা শেষ হবার নয় !
পশু-পাখি কারো বা অন্য কিছু ।
“ভালোবাসা সেই এক আজব
কখনো সুখ কখনো দেয় গজব”।
তবু ভালোবাসা আসে যায়
যখন-তখন
‘প্রেম যতো পাও, ততো লুফে নাও’
করোনা তো কভু তারে হেলা
কষ্টে না হয় কাটবে তোমার বেলা  ।
"সখি ভালোবাসা কারে কয়
সেই কি শুধুই যাতনাময়"
রবি ঠাকুর বলে, তবে আমি
তা মানবার নয়।


১৯ জুন ২০০৪ ইং