ভালো লাগায় ভালোবাসা এমনি করেই থাকুক,
আরো কাছে পাশা-পাশি জনম ধরে রাখুক।
মন মানে না দূরে থাকা তাইতো কাছে আসা
মনের ঘরে বসত করে তাইতো ভালবাসা ।
তার জন্যইতো কাঁদে এই মন তারেই মনে রাখে,
যারে বাসে ভাল মানুষ তার মনেই তো থাকে।


বিরহটা নতুন কিংবা পুরাতন তাতে কি বা যায় আসে,
সুখটাই আসল কতোই যতন আছি গ্রহণ করতে বসে।


সুন্দর সব লাগে ভালো চোখ জুড়িয়ে যায়
মনটা যে ভরে মুগ্ধতায় প্রাণ জুড়িয়ে যায় ।
দূরে থেকে হাসি অট্ট হাসি প্রেয়সী মোর পাষাণ
কাছে আসে ফের হারায় ভুলে যাওয়া কি আছান ।
মন কাঁদে বিরহের অনলে আষাঢ় কিংবা ফাগুন
মুগ্ধ ফুলের বনে মধুর ঘ্রাণে তবু বুকে জ্বলে আগুন ।


২৬ অক্টোবর ২০১৭