আকাশ আমার বিশাল বড়
ছোট্ট আমার আপন ঘর,
অনেক সুখে কাটে জীবন
তবু আমি যাযাবর ।


স্বপ্ন দেখি রাজা হবার
কিন্তু আমি শুধু বর,
আপন আমার সবাই আছে
তবু আমিই একা পর ।


রাজ্য জুড়ে সুখের বাতাস
বন্দি সকল শান্ত নর,
অশান্তি যে ছড়ায় তাকে
কে বলবে বলো ধর ।


ছাপোষা যে দুঃখি একা
জীবন ধরে দিচ্ছে কর,
রাষ্ট্র তখন চুপটি মেরে
মনে-মনে বলছে মর ।


আমার ঘরে আমি প্রজা
তুমিই শুধু এক রাজা ,
ইচ্ছে মতো রাজ্য চালাও
মোরা পাচ্ছি যে সাজা ।


ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণমাত্রা-৪, অপূর্ণ মাত্রা-৩


২৭ জ্যৈষ্ঠ ১৪২৫, ০৯ জুন ২০১৮