'যে জলে আগুন জ্বলে' সে জলে ফের নিভে
'যে মুখে ভালো আলাপ' সে মন্দ স্বাদ জিভে ।
'যে চোখে আলো জ্বলে' সে আঁধারও দেখে
'যে কানে কথা শোনে' সে কান বসে বেঁকে ।
'যে হাতে মুক্তি আসে' সে হাতই করে চুরি
যে বুকে সৎ সাহস সে করেনা সিনাজুড়ি ।
'যে পায়ের ধ্বনি বাজে' সে আনে সূর্যোদয়
চোখের দেখা সব কিছুই সব সময় আসল নয় ।


১৮ এপ্রিল ২০১৯