যেমন করে বাঁচে মানুষ তেমন থাকার কথা নয়
সুন্দর ছিলো জীবন তাদের মিছেই এখন শুধুই ক্ষয় ।
হারিয়েছে মানুষ যে তাঁর মানবতার বাণী
ধোঁকায় রেখে অন্য কারে নিজেই সাজে রাণী ।
আপন তরে রাজ্য ভরে প্রজার চোখে জল
লুটতরাজের স্বর্গ মাঝে পায়না কর্মফল ।
মতের অমিল হলেই পরে ভাগ্যে আছে জেল
প্রতিহিংসায় জ্বলবে তুমি পাবে না তো বেল । (জামিন)
করলে কি আর রাখলে বাকী লুটছে যে সব ধন
মানুষ নামের পশুই র'বে করেছে যে পণ।


০৭ মে ২০১৯