মন্দ ব্যবসায়ী করতেছে চুরি, শয়তানেরই চলতি দায়িত্বের জামিনদার ;
ভোক্তাদের কে ফাঁদে ফেলে, চোরের রাজা, মহারাজা বদমাশ মজুত-আড়তদার।
করছে চুরি সিন্ডিকেটে, মাপে, দামে, ভালো-মন্দ মিশিয়ে,
দখল করে রাখে তারা, ব্যবসার চাকা চুরি শিখিয়ে ;
ব্যবসায়ী, আড়তদার, কোম্পানীর ফাঁদে, দুইশ আশি ব্রয়লার খায় অঘা নাগরিক ;
একই ফাঁদে দাম বেড়েছে, সয়াবিন, লবণ, পেঁয়াজ, নিত্য দ্রব্য যত লাগে প্রাত্যহিক।
স্বদেশের টাকা বিদেশ পাঠিয়ে, করছে চুরি ভন্ড দেশপ্রেমিক,
আমরা তো সব আম জনতা, বুঝি না কিছু , কোনটা ঠিক বেঠিক?
শিক্ষা খাতকে করছে নষ্ট, দুষ্টু মেধার শিক্ষাজীবি,
পেশার ক্ষেত্রে মান ডুবাচ্ছে, অসৎ যতো পেশাজীবি।
ভূমি অফিস দালাল ভরা, যত্তসব চোরেরই কারখানা ;
পাসপোর্ট অফিসে দালাল বিনে, পাবেন না পাসপোর্ট খানা।
পিআইও অফিসের ত্রাণেরই মাল, অসৎ কর্মচারী, নেতার ঘরে,
এলজিইডির রাস্তার পয়সা, নষ্ট ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টরের তরে।
আছে অসৎ কর্মচারী, প্রতিদিনই হাত পাতে,
গোপন সব কাজ-কারবার, চলে গোপন রাতে।
খারাপ ব্যাংকার লোন দিচ্ছে, বড় সুপারিশে আর ঘুষে ;
কয়দিনে ব্যাংক দেউলিয়া, আগুন জ্বলে টাকার তুষে।
বি এস এম এম ইউ তে, রোগী ভর্তিতে, সিটই পাওয়া যায় না;
নষ্ট কর্মচারী আর দালাল ধরলে, সিটের চিন্তা আর রয় না।
খারাপ পুলিশ তদন্তে যায়, ভেরিফিকেশন করে,
সম্মানি চায়, গাড়ি ভাড়া চায় কয়েক হাজার ধরে;
আসামী ধরা, আসামী ছাড়া, চালান করা, রিমান্ড নেয়ার খেলা,
ঘুষ না দিলেই, ভালো মানুষকে কলে ফেলে, ফুরিয়ে দেবে বেলা।
খারাপ শিক্ষক ক্লাশ ফাঁকি দেয়, কোচিং সেন্টারেতে বাণিজ্য খুলে ;
কোচিং, প্রাইভেট না পড়িলে, ফেল ভোগান্তির মহাহিড়িক তুলে।
নষ্ট ইঞ্জিনিয়ার দালান তৈরিতে, রডের বদলে বাঁশের প্রতিভা প্রকাশে,
টাউট ড্রাইভাররা ধ্বজভাঙ্গা, বিকল, অচল গাড়ি চালায় যেন আকাশে।
অধিক ভাড়ায়, লোভের ফলেই, সিটের অতিরিক্ত তুলে অধিক যাত্রী,
অদক্ষ ড্রাইভারের কারণে, রাজিবের মতো জীবনে নামে কালরাত্রি।
প্রকল্প নেয় ভুরি- ভুরি, গল্প আঁকে স্বপ্নপুরীর, করতেছে মহা চুরি,
এলোকেশন নেয় গাড়ি, আরো আছে বিদেশ ভ্রমণ, মেরে আঙ্গুলে তুড়ি।
অডিট করতে যারা আসে, তারা টাকা ভীষণ ভালোবাসে,
নষ্ট কর্মচারী ঘুষে অডিট সারে, মুচকি মুচকি হাসে।
ক্ষমতা আর টাকার গরমে, মহাঅপরাধী পার পেয়ে যায়,
বিচারকের বিচার, ব্যর্থ হয়ে মরছে কেঁদে, হা-হুতাশে হায় ;
টাকা দিয়ে জেলের আসামী, হাসপাতালে কাটায় দিন,
ক্ষমতার জোরে জেলে বসেই, আরামের সুবিধা নিন।
"জনগণ আমার সাত কোটি, কম্বল আনলাম আট কোটি
চোরের দলে করলো চুরি, সকলি নিলো কম্বল সব লুটি"
"সব দেশের ভাই, তেলের খনি আর স্বর্ণের খনি"
বঙ্গবন্ধু বলেন তাই, "আমি পেলাম চোরের খনি"।