কালো ঘুটঘুটে অন্ধকার রাত
অঘোর ঘুমে মগ্ন বাঙালি,
হঠাৎ অস্ত্রের ঝনঝনানি,
কামানের গোলার আওয়াজ-
আর আগুনের লেলিহান শিখা ;
অপারেশন সার্চ লাইটের বিভৎসরূপ-
নিশ্চুপ, অসহায় মানুষের উপর
নৃশংস, বর্বর, বিষাক্ত হায়েনার থাবা;
রাজারবাগ পুলিশ লাইন থেকে শুরু
অলি-গলি, পথ-ঘাট রক্তে লাল,
পৃথিবী হঠাৎ নিস্তব্ধ; বিমূঢ়-
ইতিহাসের জঘন্যতম গণহত্যা !
সংঘঠিত হয়েছে বাংলার মাটিতে-
সেই কালো রাত, অন্ধকার রাত,
ইতিহাস এক, যা ভুলার নয় ।