একটি মালা গাঁথবো-
ভালোবাসার সমস্ত রং এ রাঙিয়ে ,
হৃদয়ের সমস্ত অনুভূতি মিশিয়ে ।
প্রতিটি পাঁপড়িতে লেখা রবে-
একুশের সকল শহিদ,
সালাম, শফিক, রফিক, জব্বার-
না জানা অনেকের নাম ।
শ্রদ্ধা, সালামের সর্বোচ্ছটুকু,
উগড়ে দিয়ে-
ভালোবেসে যাবো আমৃত্যু ।
আজ বর্ণমালার রং লাল,
ঠিক একুশ তারিখ মিছিলে-
ঝরে পড়ে রক্তের মতো ;
সেই রক্ত এখনো জীবন্ত,
মায়ের প্রতিটি উচ্চারিত ধ্বনিতে ।
বাঙালির প্রতিটি রক্তবিন্দুতে
মিশে আছে রক্তাক্ত বর্ণমালা ;
পুবের টুকটুকে লাল সূর্য-
রক্তাক্ত বর্ণমালার রং এ লাল ।