আদ্যন্ত-কর্মঠ দেদীপ্যমান নায়ক
শ্রদ্ধেয় হার্দিক অয়স্কঠিন কমল,
অগণ্য কষ্টের আচারনিষ্ঠ বাহক
মৃন্ময় অদ্রব, বিশ্বজনীন অচল;
বিশাল অম্বর মস্তকে যেন আমার
সুদৃঢ় সম্রাট, অন্তরে রয় জনক-
উদ্ভব সুন্দর শরীরে স্বীয় পাথার
আমার জীবনে সংশয় হীন কনক।


মহীরুহ হয়ে রক্ষা করে প্রভঞ্জনে,
চিত্তপটে বাবা যেন শক্তি শঙ্কাকালে,
পিতৃস্নেহ সদা থাকি আমি অন্বেষণে-
বিদ্যালয়ে হাতে ধরে নিতে শিশুকালে।
ধরা মাঝে তোমার উপমা কেউ নাই-
বাবা শুধু জীবনে তোমার দোয়া চাই।