শশাঙ্ক কৌমুদী তরঙ্গ তনু তে খেলে
চর্বি পর্দা লোচন,  মার্বেল পরিস্ফুট,
পদ্মা হতে নীলাম্বু কনক তুলে জেলে;
উদর পার্শ্বে থাকে শোভন মালা স্কুট ।
ইলিশ ঋদ্ধ স্বাদে সুবাসে মনোলোভা
মাতৃ প্রদত্ত পাতে না পেলে কাঁদে হিয়া ,
বৈশাখী  উৎসব ইলিশে পায় শোভা
বাঙালির গাত্রে রন্ধ্রে আছ মিশিয়া ।


স্বাদু সলিলে জন্ম  লোনা তে কর বাস
জন্ম দায়ে স্রোতস্বিনী তটে আসো ফিরে ,
ঐশ্বর্য এ বদ্বীপের ঐতিহ্য উল্লাস
ছড়িয়ে দাও উত্তর প্রজন্মকে নীরে ।
মীন রাজ ইলিশ বাঙালির গৌরব
অবনী মাঝে ছড়িয়ে পড়ুক সৌরভ ।