রোগী হয়ে গেলাম যখন হাসপাতালে,
মিলল কত শুভাকাঙ্ক্ষী, সেবার অপেক্ষায়-
ফ্রিতে নয়, বিনিময় চায়; টাকার বিনিময় !
এই ভালো লোকেরা সবার আগে সেবা পৌঁছায় !
হাসপাতাল কিন্তু সরকারী, টাকা ভীষণ দরকারী-
পাবলিক হলে কি হবে ?
আসলে তা পাবলিকের নয় !
তা মুখোশ পরা ভদ্রবেশীদের!
যখন ভর্তি দরকার, ডাক্তারের রুমে-
প্রেসক্রিপশনের পিছনে উজ্জ্বল সীল-
“দুঃখিত আসন খালি নাই”
শুভাকাঙ্ক্ষী, ভদ্রবেশী, ভালোলোক দালাল বলে :
সিট লাগবে ? আমি দিতে পারবো ।
কিছু টাকা খসালেই হবে !
নিবেন নাকি ?
প্রশ্ন এখন আমার মনে , ডাক্তার বললো :
“দুঃখিত আসন খালি নাই”
দালাল কি তবে সিট বাড়ি থেকে আনবে ?
লিপ্ট দিলো সরকারে জনগণের জন্য –
চড়তে হলে টাকা দিতে হয় লিপ্টম্যানকে !
ঢুকতে গেলে দিতে হয় টাকা দারোয়ানকে !
ভীষম জ্বালায়, অসম সেবায়, পড়েছি বেকলে-
এই থেকে রক্ষা পাবে জাতি কোন কৌশলে ?
কবে হবে যার দায়িত্ব করবে সে আপন বলে ?
ভুলাবে না, ঘুরাবে না, কাউকে কোনো ছলে !
মজার এই সার্কেলে জড়িত যে কত লোক –
নীতি হীন সমাজে কবে পাবো ন্যায়নীতির আসল লোক ?