ভালোবাসি সহজ বানান, কঠিন কিন্তু বলা ;
ভালো হতো তুমি মিলে ভালোবাসার পথ চলা।
আমার অবধান জুড়ে তোমার বসবাস,
অভিরাম তোমাকে আমি হৃদয়ে করি চাষ ;
আসো তো দুজন মিলে বৃষ্টি ছুঁয়ে দেখি -
বৃষ্টি ফোঁটায় ফোঁটায়, প্রেম পদ্য লেখি।
তুমি আমার প্রেমী, তুমি আমার রাণী,
তুমি আমার অপ্সরা, প্রিয়তম জানি।
প্রিয়কে, ভুল করেও ভুলে যাওয়া অতো সহজ নয়,
যারে ভালোবাসি, তারে ভুলতে গেলে হয় হৃদয়ে ক্ষয়।
তুমি আমার পরান পাখি, ছাইড়া গেলা উড়ি,
যে কিনা বিরাজ করতে আমার আকাশ জুড়ি ;
আমার সোনার ময়না আসমানেরই তারা-
তোমায় ছাড়া, অকূল সাগরে আমি পথ হারা।
অপূর্ণ থেকে যায়, কিছু কিছু আশা;
অধরা থেকে যায়- কিছু ভালোবাসা।