মসজিদ হতে যখন ভেসে আসে ফজরের ধ্বনি
চোখ মেলে সচেতন হয়ে, হৃদয় দিয়ে শুনি,
জানালা দিয়ে ভোরের আলো ঠিকরে পড়ছে
রাস্তায়-গলিতে লাইটগুলো ঠিকই ঝলছে ।
কাক ডাকা ভোর থাকে, সাথে ছোট পাখি
প্রাণ ভরে শহরের আকাশে উড়াউড়ি দেখি ;
ছোট্ট সিঁড়ির বারান্দায়, এক চিলতে আকাশ
শিহরিত করে মোরে ভোরের মিষ্টি বাতাস ।
এই সকালেও থেমে নেই জীবনের কোলাহল
যেন কিসে তাড়া দিচ্ছে, চল, কর্মযজ্ঞে চল;
গলিতে, রাস্তায় দ্রুত পায়ে অফিস যাচ্ছে
কেউ আবার সকালের নাস্তা, নতুবা এক কাপ চা খাচ্ছে ।
এই শহরে ঘড়ির কাঁটা ধরে চলে সবকিছু
তোমাকে ছুটতে হবে, থেমে থাকবে না পিছু,
শহরের সকাল,  আর গ্রামের সকাল  তফাৎ মেলা
গ্রামের মধুর দিনের কথা ভাবতে কেটে চলে বেলা,
গ্রামে হৃদয়গ্রাহী চিত্র,  শহরে কর্মময় জীবন
তবুও শহরে থাকি, গ্রাম আমার একান্ত আপন ।