আজকের আকাশের চাঁদটা, সুন্দরী-
ঠিক তোমার মতো ;
রূপ সকল জ্যোৎস্না আলোয়-
ভাসিয়ে দিলো আমার মন আকাশ,
ভাঙা মনের, ভাঙা চালের সনে
ঠিকরে পড়ছে চন্দ্র আগুন।
জ্বলসে দিচ্ছে আমার হৃদয়,
কাবাবের মতো ;
পোড়া গন্ধ বের হচ্ছে,
পুড়িয়ে আমার অন্তর তুমি স্বাদ নিচ্ছো ;
মাংসভোজীর মতো, চিবিয়ে-চিবিয়ে।
তোমার পোড়া নজরের তীক্ষ্ণ শিক,
বিদ্ধ করেছে আমার কলিজা;
পুড়িয়ে করেছো শিক কাবাব,
নান রুটি দিয়ে গ্রাস করে নিচ্ছে-
তোমার আগ্রাসী চোখ।
আমাকে আর কত পোড়াবে তুমি?
পুড়িয়ে অনলে হৃদয় আমার-
তৈরি করেছো, গ্রিল, শিক কাবাব, চাপ,
টিক্কা কাবাব, বটি কাবাব, শামী কাবাব,
জালি কাবাব, রেশমি কাবাব, কাশ্মীরি কাবাব।
তোমার অন্তরাত্মা তৃপ্ত হয়নি এখনো ?
আর কত? আর কত?
জ্বলসে দিবে আমায়, পোড়াবে!
শান্ত হবে কবে তোমার মাংসাশী হৃদয়?