আজ এপ্রিল মাসের সতেরো তারিখ
একাত্তরের সতেরো ও ছিলো, আলোকিত রৌদ্রোজ্জ্বল ঠিক ;
স্বাধীন ভূখন্ড হিসেবে, বাংলাদেশের হয় অভ্যূদয়,
দশই এপ্রিল সরকার গঠন, সতেরো এপ্রিল শপথ গ্রহণ কম গুরুত্বপূর্ণ নয়।
ক্রান্তিকালীন সময়ে যা ছিলো প্রথমে দরকার,
দশই এপ্রিল গঠিত হয়, মুজিব নগর সরকার।
মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় আম্রকানন ছিলো,
যেথায় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিলো
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হন,
সৈয়দ নজরুল ইসলাম করেন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন।
তাজউদ্দীন আহমদ গ্রহণ করেন প্রধানমন্ত্রীর গুরু দায়িত্ব,
মনসুর আলী অর্থমন্ত্রী, কামরুজ্জামান পান স্বরাষ্ট্র, কৃষি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীত্ব।
জেনারেল এম এ জি ওসমানী হন, প্রধান সেনাপতি,
চিফ অব স্টাফ হিসেবে আব্দুর রব ঠিক করেন যুদ্ধ প্রতিতী।
মুক্তিযুদ্ধ পরিচালনা, জনমত, সমর্থনে গুরুত্বপূর্ণ ছিলো এই সরকার,
স্বাধীনতা অর্জনে রণকৌশল, কর্মকৌশল নিয়েছে যা যা দরকার।
সতেরোই এপ্রিল স্বাধীনতা, সাম্য, প্রগতি অর্জনের মুজিবনগর দিবস আজ,
দুর্নীতি, অসত্য, অনাচার, অপঘাত প্রতিহত করে কায়েম করবো সোনার বাংলার রাজ।