ও বিশ্ববাসী-
কতটুকু ভালোবাসো তোমাদের ভাষাকে ?
আমরা ভালোবাসি আমার-
অ, আ, … ক, খ,… কে ,
জানতে চাও কতটুকু ?
ভালোবাসা পরিমাপের সর্বোচ্চস্থান -
তার সবটুকু ।
প্রমাণ চাও, নাও-
বায়ান্নর একুশে ফেব্রুয়ারি, আমার ভাইয়েরা
বুকের তাজা রক্ত ঢেলে,
লাল রং এ রাঙিয়েছিল-
কালো পিচ ঢালা পথ।
আজো প্রতিটি পাথর, বালু স্বাক্ষী;
প্রতিটি রক্তবিন্দুতে যে ভালোবাসা
তা আজও জীবন্ত ঠিক-
ছুটে চলা দুরন্ত হরিণী ,
বয়ে চলা স্রোতস্বীনি ।
তাদের রক্তের বিন্দু বিন্দু কণা
আজো ধ্বনিত হয় কণ্ঠস্বরে,
কর্ণকুহর আর হৃদয় মাঝে বাজে;
আমার বাংলা ভাষা-
আমার ভালোবাসার ভাষা ।