রিম-ঝিম, রিম-ঝিম; টুপ-টুপ, টুপ-টুপ
এ কি ! এ কিসের শব্দ ?
ওহ, এ যে মধুর ও ছন্দের বৃষ্টি
ধরার মাঝে নতুনের সৃষ্টি ।
বৃষ্টি, বৃষ্টি মধুময় ছন্দের বৃষ্টি
বাহির পানে ছড়িয়ে দিলাম দৃষ্টি ;
কি অপরূপ, কি মনোরম-
প্রকৃতির এ কি নতুন রূপ ,
পুকুরের মাঝে দোলে দোলে বৃষ্টির জলে
প্রাণের ছোঁয়া, অবণী ’পরে, গগন তলে ।
মৃদু-মৃদু করে বহে সমীরণ
তরুর ও ডালে মৃদু আলোড়ণ ;
গাছের পাতায়, জলের ও ছোঁয়ায়
সজীবতার আনন্দ বহায় ।
প্রাণের মাঝে লুকানো কথা
বৃষ্টি যেন বলে গেল তা ,
বর্ষার ও কালে, বৃষ্টির ও মাঝে
প্রকৃতি সাজে যেন নতুন সাজে ।