"সমস্যা ছাড়া জয়, শুধুমাত্র জয়-
আর সমস্যায় জর্জরিত জয় হলো ইতিহাস"।
ফাইজুল ইসলাম বাবু ভাই,
আপনার মতো এমন যে নাই;
কজনে মনে রাখে? প্রাণিবিদ্যা বিভাগ।
পিছনের ফেলে আসা ক্যাম্পাস-
সে ক্লাসরুম, সে ল্যাবরুম
সে কড়িওলোজি, সে শিক্ষকের আহ্বান।
আমরা আশা রাখি, ভালোবাসায় বাসা বাঁধি,
আমাদের একজন বাবু ভাই আছে।
পুষ্প, ফলে সুশোভিত বৃক্ষ আপনি-
ফিরে আসেন বৃক্ষমূলে।
জাগিয়ে তুলতে নতুন প্রাণ,
উৎসাহ দিতে আকুল দেহে,
ফুটিয়ে তুলতে নতুন ফুল।
আমরা জেগে উঠি, উৎসাহ পাই, ফুটে উঠি,
আমাদের একজন বাবু ভাই আছে।
আপনাকে দেখে আমরাও শিখতে চাই,
আপনার মতো ভালো মনের মানুষ হতে চাই।
আমাদের একজন বাবু ভাই আছে,
যার স্পর্শে হৃদয় পুলকিত হয়ে নাচে।