হাত ছাড়া পঙ্গু জাতি !
হাত হারাওনি রাজিব তুমি,
হারিয়েছে পুরো জাতি;
জর্জরিত জাতির জন্য জ্বালাবে কে বাতি ?
এ দেশ তোমায় বাঁচতে দিলো না ,
হারালাম, তারেক মাসুদ, রোজিনা, রাসেলকে-
হারালাম কত প্রিয় মুখ ।
হারিয়ে গেছে কত প্রিয় সুখ ;
নয়তো, নিরাপদ আজও সড়ক
প্রতিদিনই ঘটে জীবন হারানোর মড়ক ।
পঙ্গু হয়ে বেঁচে থাকাটাই হয়তো কঠিন হতো-
তাইতো রাজিব বিদায় নিলে;
রাক্ষস গাড়ী ! দানব ! খেতে চায় সব
রাস্তায় চলে প্রতিযোগিতার কলরব ।
ডাইনী, রাক্ষুসী আর কি বলা যায় ?
এভাবে কি মৃত্যু হবে আমার প্রিয়জনের ?
প্রাণ কি চায় ?
জীবন তোমার কষ্টের ছিলো-
চাকার দুর্বৃত্তায়ন তোমার প্রাণ কেড়ে নিলো,
অবাধ্য, দুষ্ক্রম সড়ক পথে-
চলে ঘাতক চালকের মহারথী,
আর, নষ্ট করে রাজিবের মতো হাজার জীবন;
আশার প্রদীপ নিভিয়ে দেয় কত পরিবারের-
এই প্রজন্ম হারিয়েছে কত মূল্যবান জীবন ,
যাদের থেকে দেশ পেতো মহামূল্যবান অবদান ।
হাত হারাওনি তুমি শুধু হারিয়েছ জীবন
বাসের ফাঁকে আটকে থাকা অনর্থক,
এভাবে আর চলবে কত এমন অনিয়ম ?
মানা কি যায় ? সহজ জীবন নষ্ট হয় যখন ;
বিচার মোরা পাবো কি পাবো না !
এভাবে প্রাণ নাশ মেনে নেওয়া যায় না ।