পাশের বাসার মেয়েটি হায়,
আমার পানে আড়চোখে চায়;
তখন তুমি যদি, জ্বলে-পুড়ে ঈর্ষা মনে পোষো,
তাহলে, তুমি আমাকে ভালোবাসো।


আমি চোখের আড়াল হলে
তোমার হৃদয়ে শঙ্কা তুলে,
তখন তুমি যদি, আমায় হারাবার ভয়ে রোষো;
তাহলে, তুমি আমাকে ভালোবাসো।


আমার আঘাত, তোমার প্রাণে
ব্যথা জাগায় অসীম কোণে,
তখন তুমি যদি, নয়ন জলে ভাসো;
তাহলে, তুমি আমাকে ভালোবাসো।


আমার হাসি, তোমার খুশি
তোমার মনে বাজায় বাঁশি,
তখন তুমি যদি, সঙ্গোপনে অকূল হাসি হাসো;
তাহলে, তুমি আমাকে ভালোবাসো।