মন্থর গতি, ক্লান্ত ডানা
ধূসর মেঘেদের ভিড়ে
একটুকরো মেঘ - উজ্জ্বল সাদা ।


তাই ভিজে যাবার ভয়
ঘরে ফেরার টান,
কষ্ট হয় তবু, চোখ টেনে দেখা-
ডানার পালক গুনে...।
বাতাসে যায় শোনা, মন ভাঙ্গা গান-
তাই ভিজে যাবার ভয়, ঘরে ফেরার টান ।


আরও ক’টা পালক হারিয়ে
পরিচিত টিনের চালে
এলিয়ে দিয়ে সব,
চোখের পাতার আকর্ষণে, বুঁজে আসে স-ব ।


ঘুম ভাঙ্গে, ভোর হয়
দুপুর, বিকেলে - রোদে পোড়া ।
আজ কোথাও নেই ধূসর মেঘ
উঁকি দেয়না সেই উজ্জ্বল সাদা ।


চোখ বুঁজে স্মৃতিছবি খুঁজে আনা
দেখা সেই দৃশ্যপট
অবাক পৃথিবী অদ্ভুত দেখায়
এখনও স্বপ্ন দেখা...
তীব্র আশা শক্তি জোগায়...!!!