সূক্ষ্ম কিছু ধারণা
তীক্ষ্ণ, ধারালো বিশ্বাসের মত,
যাকে কেন্দ্র করে, ভিত্তিহীন অনেক কিছু
     অবলীলায় গড়ে ওঠে ৷
অবৈধ উচ্ছেদের মত কোনো প্রকল্প
     বাস্তবায়িত হয়না
  সে বিশ্বাসের ঘর ভাঙ্গতে ৷
শুধু একফোঁটা সন্দেহের জল
ভাসিয়ে নিয়ে যায় স্রোতহীন জলপ্রপাতে
     সে ধারণার নৌকো ৷


ক্ষয়ে যাওয়া চাঁদের,ম্রিয়মান আলোয়
অচেনা দুর্বোধ্যতায়, হারিয়ে যায় উদ্দেশ্যহীন
         সে বাধনহারা তরী ৷
বয়ে চলে অতি ধীরে -
স্মৃতিগুলোকেও যে তার
মুছে যেতে হবে !!
ঢেউগুলো ক্ষণে ক্ষণে, প্রাণের আকুতি
        নিয়ে যায় তীরে,
ফিরে সে আসেনা আর
মাঝপথে নেভে তার প্রদীপ,
যা জ্বলছিল, ক্ষীণকায় আশা নিয়ে
চাঁদের আলোর আলেয়া হয়ে ৷


বাক ঘুরে, আবারও বয়ে চলে তরী
তার লক্ষ্যহীন যাত্রার সঙ্গী তখন
অনেক, অনেক কষ্ট ......
কখনো সে ডোবেনা
শুধু হারিয়ে যায়, চোখের অন্তরালে ৷
তার মজবুত তক্তায় গড়া কাঠামো
কখনো কি ভাঙ্গতে পারে ?!!!