ভোরের যে রক্তিম সূর্য-
এই স্বাধীনতা তো তারই বিনিময়ে,
যার স্বপ্নসূচনা হয়েছিল-
ভাষার জন্য যুদ্ধ,
আর সেই যুদ্ধ জয়ের মধ্য দিয়ে ৷


অর্জিত সেই কথা বলার অধিকার
জাগিয়ে তুলেছিল স্পৃহা,
সমস্ত অন্যায়ের বিপরীতে, সমস্ত আঁধার কাটিয়ে
স্বাধীনতার আলো আনবার ৷


তাইতো আমাদের পতাকা
চির সবুজের সমারোহে, তারুণ্যের প্রতিচ্ছবি
রক্তবর্ণ সূর্যে, ত্যাগের স্মরণসভা, অকপট স্বীকারোক্তি ...
যেন স্পষ্ট বাংলায় লেখা,
নিখাদ এক বাংলাদেশের ইতিহাস !!


সবুজ স্বাধীনতার আলো এখন
কখনো চোখের সীমান্তে প্রশান্তির রূপ,
আর কখনো তীব্র সে আলো-
অর্জিত স্বাধীনতার, ধারণ ক্ষমতার,
প্রশ্নচিহ্নের প্রতিফলন !!!