দুপুর পেরিয়ে উঁকি দেয় দ্বিধান্বিত সূর্য
অচিরেই অস্ত যায় রক্তাক্ত হয়ে !
নিশাচরেরা ভাবে- এবার অবাধ রাজত্ব তাদের
ভোরের প্রহরীরা শঙ্কিত হয়ে ভাবে- তবু ভোর হবেই...


প্রকৃতির অমোঘ নিয়ম কেউ ভাঙ্গতে পারেনি
তাই রাতের জমাট অন্ধকার কাটাবে - সূর্যালোক
ভোর হবেই...


তুমি কি জানোনা -
প্রতিটি দিন সমান নয়, তেমনিভাবে অসমান রাতও পরস্পর ?
কোন কোন রাত তাই ভীষণ দীর্ঘ হয়,
সূর্যের আলসেমিতেও ভোর হয়
তার আলোকের বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে পৃথিবীর অমসৃণ পৃষ্ঠ জুড়ে !


সকালের রঙ মৃদু হলেও, তাকে ঢেকে দিতে পারেনা-
ভারী কুয়াশার দুর্ভেদ্য চাদর, কালো মেঘের অন্তরাল ।
সত্য আর সুন্দরের তীব্র জাগরণী ক্ষমতা চির অম্লান
চির অম্লান শোষিতের নিরস্ত্র দৃঢ় মুষ্ঠি-
দৃপ্ত পদচারনা, বৈপ্লবিক স্বরধ্বনি ।