নানাভাই নানাভাই-
ওভাবে আমাদের বাড়িতে
আসবেনা আর,
থেকে যাও,থেকে যাও
বলেছি বারবার।
শোননি আমার কথা,
জানো কি তুমি,
মনে লেগেছে কতো ব্যথা?


বুবুকেও বলে দিলাম,
নানাভাইকে আমরা নয়
আসতে আর না বললাম,
তবু তুমি ভাইটিকে করোনা রাগ।
আমার সাথে আড়ি দিয়ে
করোনা ভাগ।


----------------------------------
আমার নানাভাই (লেট) ছিলেন সাহিত্যানুরাগী। খুব সহজেই ছড়া লিখে ফেলতেন!
আমাকেও খুব উৎসাহিত করতেন।


২০০০ সালের আগের কথা, টেলিকমিউনিকেশনটা তখন এখনকার মতো হাতের মুঠোয় ছিলোনা। আমাদের বাসায় তখনো কোন মোবাইল/ল্যান্ডলাইন ছিলোনা, যোগাযোগ হতো হলুদ খামের মাধ্যমে।
নানাভাই আমাকে চিঠি লিখতেন,চিঠিগুলো হতো ছন্দ-ছড়ায়!
এরকমই একটা চিঠির শেষে লিখেছিলেন-
"লিখে দিও সবটাই,
ছন্দ্যে ছড়ায় জানতে চাই।"


ব্যস! সাত বছর বয়সে অভিমান ভরে লিখে ফেলেছিলাম এই ছড়াটা!