বহুকাল আগে এক চঞ্চল বন্ধু হঠাৎ চুপ করে গিয়েছিলো,
গল্প রেখে গম্ভীর হয়ে বলেছিলো-
ঃ একটা কথা বলবো?
ঃ বল্!
ঃ তোকে আমার খুব ভালো লাগে!
কথা খুঁজে পাইনি,বন্ধুত্বে এ আর এমন কি!
নিরবতা ভেঙে নিজেই আবার বলেছিলো-
ঃ ভালোবাসবি আমায়???


কন্ঠে সেদিন স্বভাবজাত চপলতা ছিলো না;
বাইরে তাকিয়ে উদাস হয়ে বলেছিলাম-
ঃ বাসবো।
ঃ সত্যি?!!


হেসে ফেলেছিলাম,
ঃ পাগলা,একটা শর্ত আছে- আমায় নীল পদ্ম এনে দিতে হবে!


তারপর ব্যাকুল হয়ে ঘুরেছে বন্ধু,
এখান থেকে ওখানে!
ফুল থেকে ফুলের দোকানে!
গোলাপ এনেছে-
নেইনি!
রজনীগন্ধা এনেছে-
নেইনি!
গ্ল্যাডিওলাস এনেছে-
নেইনি!
আমার যে একটা নীলপদ্ম চাই!


তারপর আরো একজন;
দু'টো জারবারা হাতে সামনে এসেছিলো,
কটমটে চোখ দেখে বলেছিলো-
ঃ একটু অপেক্ষা করো, আমি নীলপদ্ম নিয়েই আবার সামনে দাঁড়াবো!


অপেক্ষা?
অপেক্ষাই বটে...
অপেক্ষায় অপেক্ষায় বাইশ পেরোলাম-
আজো কেউ একটা নীলপদ্ম এনে দিলো না!