কে জানতো বসন্তেরা বারবার ফিরে আসে!
বারবার পুলক ফোঁটে ফুলেদের মতো,
বারবার ইচ্ছেরা কড়া নাড়ে দোরে!


সেই ন বছর আগেকার অনুভূতি-
আবারো ফিরবে কে জানতো!
কে জানতো, আজীবন বড়ই রয়ে যাবো!
কোনদিন নিজের দায়িত্ব তুলে দেয়া হবেনা,
কারো হাতে অর্পিত হবেনা নিজের সমস্ত আবেগ অনুভূতি!
বরং তাকেই মনে হবে আদুরে কেউ!!


কে জানতো, আমার আর অভিমান হবেনা,
বরং আগলে রাখবো কারো হাসি কিংবা অপারগতা!
অথচ সেই মানুষটা সুবিশাল,
গিরি-পর্বত কিংবা সমুদ্রের মতোন!
ইচ্ছে হলেই তাকে ছোঁয়া যায়না,
বলে ফেলা যায়না "ভালোবাসি"!
কে জানতো, আমি আবারো হেরে যাবো হৃদয়ের কাছে!
কারো মায়ায় টালমাটাল হবে পাথুরে মনটাও!
কে জানতো!!