তোমার শহরে গেলে গুঞ্জন শোনা যায়;
লোকমুখে কতিপয় জানা যায়।
কারা এসেছিলো তোমার জানাজায়।
তারা তোমার আপনজন।
আমিতো কেবল একটি ফুল_
কিংবা তোমার চোখের ভুল।
যে কিনা ছদ্মবেশে দাঁড়িয়ে_
প্রণয় নিবেদন করে হেরেছিলো।
কিংবা একটি নির্মম জাত_
তোমার দৈবাৎ মৃত্যুসংবাদ_
যার ক্ষুদ্র হৃদয় ফেড়েছিলো।
তুমি আমায় ব্যাহত করেছো,
আমার বেদনাগুলোকে প্রহার করেছো,
তোমার শেষকৃত্যে আমাকে নিমন্ত্রণ জানানো হয়নি।।