তোমার চোখে রেখেছিনু চোখ  
ছিল না তো কোন ভয়
সেই চোখে আজ অযথাই দেখো  
হাজার প্রশ্ন কথা কয়।  


দুটি নয়না অনুরাগে ভরা  
নিগূঢ় আহ্বান প্রত্যয়ে ঘেরা  
অশ্রু ঝরেছে প্রণয় প্রবলে
শুন্যতা পায়নি ঠায়।  


তব আঁখি ছিল স্বপ্নে বিভোর  
অজানা সাধনে গুনিয়া প্রহর
মিলন সুখে নয়ন মম
রোদনে ভাসিয়া যায়।  


দৃষ্টিতে তব রাখিয়া পাথর
অপারগে মন নিথর কাতর
অভিমানী চোখ প্রশ্ন বুনিয়া
করিল মোরে পর।


-সংযুক্ত আরব আমিরাত
৩১/৩/২০২২