খোলা অম্বর মুক্ত পবন
জন্ম স্বাধীন নামে,
তবু কেন মা আজও তুমি
বেরং রূপের সাজে ?


লোমহর্ষক গল্প তোমার
হৃদয় ডুকরে কাঁদে,
সব হারিয়ে আমায় পেলে
নিকষ অমার মাঝে।


উপল নয়ন থমকে ছিল
রুধির প্রলেপ হাতে,
শ্রুতি যে বড় নিথর ভাবে  
দেয় নি সাড়া ডাকে।  


এই নামতেই মর্মজ্বালা
এই ভাষাতেই দর্প,
এই ডাকে তে লুকিয়ে ছিল
স্বাধীন হওয়ার স্বপ্ন।  


সেদিন রাতেও জোছনা ছিল
যোদ্ধারা তারকা যাত্রী,
হায়নার দল কেড়ে নিল ঘুম
হত্যাযজ্ঞের  কালরাত্রি।


দেশের মাটি শুষে নিল মা
লাখ শহীদের রক্ত,
তারই কোলে জন্ম নিল
লাল সবুজের  রত্ন।  


শাড়ির রঙে রাঙিয়েছ মাগো
হরিৎ বরণ দেশ,
বিশ্ব মানচিত্রে স্থান করে নিল
আমার বাংলাদেশ।


সংযুক্ত আরব আমিরাত
ফারাহ জেহির
৭/৩/২০২২