স্বপ্ন আমার সত্যি হতো
নয়ন ভরা বাসনা যত
নিতাম বাহুডোরে,
নিলীন হওয়া স্মৃতি গুলো
রেখে আপন ঘরে।  


সেই ঘরে নেই অবাধ প্রবেশ
ভাব বিহারও ছন্দ বিশেষ
সওয়াল-জবাব তালে,
স্বপ্ন ঘোরে সেই আলয়ে
খেয়ালেরা বাস করে।  


স্বপ্নে আমার বিশাল আকাশ
মেঘের আড়ালে থেকে,
তিমির রাতে এই বুকেতে
লুকিয়ে তোমায় রাখে।
তুমি আমার চোখে থাকো
তুমি স্বপন-চোর;
আরেকটু ক্ষণ থাকুক না হয়
এমনি ঘুমের ঘোর।


কল্পনাতে আমি-তুমি  
একই ধাগায় রই,
ভালোবাসি তোমায় জেনে
তাতেই খুশি হই।
আমার লেখা কাব্য তুমি
বরুণ গভীর প্রেম,
তোমায় পাওয়ার এই এষণায়
স্বপ্নে হয়েছি বিলীন।  


সংযুক্ত আরব আমিরাত
২৩/১২/২১