মন জানালার কপাট খুলে একটু যদি দেখি ....


ইচ্ছে গুলো পালকি চড়ে অনেক দূরে যেত
পথ চলাটাও শেষ না হয়ে অনেক লম্বা হতো,
চাইলে  কি আর সখের ঘুড়ি পাখির ডানা পায়?
একটু উঁচু উড়লেই  থাকে সুতো কাটার ভয়।
শক্ত হাতে লাটাই ছিলো সুতোর লাগাম ধরে,
হাত বদলে মোর এষণা রইলো তোমার হয়ে।


ভাবনা গুলো অনেক আগেই ছেড়ে গেছে ঘর,
পরগাছা হয়ে শ্বাস নেওয়াটাই ছিল আমার বর।
তবুও যেন দমকা হাওয়া কাঁপিয়ে তোলে কায়া,
তোমার শাখার আলিঙ্গন সে কি যে বড় মায়া।
যাই আছে তা, তোমার আমার আগলে ধরে রাখি,
বাতুল মন কি আর জানে নিঃসঙ্গতাই হবে সাথী।


মন জোছনায় পা এলিয়ে পিঠে পিঠ ঠেকিয়ে বসে ,
চায়ের কাপে দুষ্টু ঠোঁটের চুমুক না যায় খসে।
আধো আলোয় আধো ছায়ায় আমার অলক ফাঁকে ,
অঙ্গুলি তোমার করবে খেলা অসিত লোচন ঢেকে।
আমার শ্রুতি মুগ্ধ রবে সুরের খেয়ার মাঝে ,
শর্বরী যায় দীর্ঘ প্রণতে দুটি স্বরুপের কাছে।


নাইবা পেলাম তীরের দিশা হারিয়ে যাওয়া খ্যাপা নেশা,
প্রিয় তোমায় আপন করে একটু সুখের দেখা।
সব চাওয়ার ই ঈপ্সা গুলো কারণ খুঁজে আছে ,
তবুও পরান রাংতা মোড়া হৃদ বাসনার মাঝে।
মন জানালার কপাট খুলে একটু যদি দেখি ,
চোখের পাতার পটে আমি তোমার ছবি আঁকি।