বয়ে চলে প্রেম তরঙ্গলহরী তোমার পৃথিবী তরে,
আমার অবনি যেথায় তোমার শিয়রে আছড়ে পড়ে।
ও সখা তুমিহীন এ বেলা যে মোরে দিয়ে যায় শুধু ফাঁকি
তোমার দেওয়া অনুষঙ্গ বলো কিভাবে আগলে রাখি?


আদর কদর আব্রু প্রণয়ে দুটি মন ছিল বাঁধা,
তোমার মন্দিরে ঠায় মিলে তাই নিজেকে করে একা।
কাম সুধা মোর তনুতে তনুতে শিহরণে মাখামাখি,
আজ সুরা ঠোঁটে ছোয়াবে তোমারই মোহিনী সাকি।


তাই বিভাবরী বিভূষিত তার চন্দ্রমা আভা পড়ে,
হাস্নাহেনার সৌরভে যেন সারা কায়নাত দোলে।
দুধে-আলতায় অভিষব কায়া তোমারই প্রতীক্ষা করে,
নিরেট স্পর্শে করিও ধারণ কম্পিত হৃদয়টারে।


রাগ-অনুরাগ মান-অভিমান তোমার আমার যতো,
কালও ছিলো আজও আছে ভুলিনিতো কেউ কিছু।
ঘর ছাড়া হিয়া আটকে রেখেছি একটা পাগল মনে,
দুরূহ পথের প্রণয়ী আমি তোমায় ভালোবেসে প্রিয়।