দীর্ঘ কত বছর পেরিয়ে গেছে,
তবুও মনে হয়, এই তো সেদিন,
তোমার নামটি হৃদয়ে বসিয়ে,
চুপচাপ হেঁটেছি নীরব দিন।
তোমাকে ভালোবাসি—
এই কথাটি বলা হয়নি কোনোদিন,
জীবনের অনেক কথার ভীড়ে
এইটুকু অনুভব রয়ে গেল অচিন।
ফেসবুকে তোমার হাসি খুশি পোস্ট, ছবি
স্টরি'তে তোমার নাচের ভিডিও দেখে,
আমি ভাবি, তুমি বুঝি আমায় বলছো কিছু,
হাসির আড়ালে লুকিয়ে আছে সত্য গল্পকথা।
তুমি যাঁর পাশে আজ,
তাঁর প্রতি হিংসে হয় নিরবে,
সে সহজেই পেয়েছে তোমায়,
আর আমি কাটিয়েছি রাত নির্ঘুম অপেক্ষায়,
স্রেফ ভালোবাসার প্রহরে।
তোমার আনন্দ উল্লাসে,
দেখে মন জুড়ে যায়,
তুমি যেন সুখে থাকো সব সময়—
এইটুকু প্রার্থনায় বাঁচি।
তোমাকে নিয়ে লিখতে বসে আজ
মনটা হালকা লাগে,
তুমি আমার জীবনের ব্যথা,
তবে সেই ব্যথাই সবচেয়ে মধুর অনুরাগে।
উৎসর্গ:
এই কবিতাটি উৎসর্গ করা হলো এমন এক মহীয়সী নারীকে — যাকে জীবনের সবচেয়ে গভীর ভালোবাসা দিয়েও একবারও বলতে পারিনি—
"আমি তোমাকে ভালোবাসি..."