আমি লেখেছি কবিতা, আমি  লেখেছি গান
তার বিনিময়ে রেখে যেতে চাই আমার প্রাণ।


কত সুন্দর এই পাহাড় পর্বত শত নদী,
জীবন কেনো হয়নি অসীম দীর্ঘমেয়াদি।
আমি উঠতে এখনো পারেনি সে পর্বতের চূড়ায়,
আমি যেতে পারিনি সে নদীর স্রোতের ধারায়।
কোনো হলো আমার জীবনের আয়ু শেষ?
পাহার নদী দেখার ইচ্ছে হলো না তো শেষ
আমি করেছি শত অট্টালিকা,জোগান দিয়েছি সম্মান
তার বিনিময়ে রেখে যেতে চাই আমার প্রাণ।


কত মায়ার বাঁধনে আমার সকল আশা,
প্রাণ কেনো ছেড়ে যায় দেহ নামক বাসা?
আমি করতে পারিনি সে সকল আশা পূর্ণ
জীবন কেনো করে দেয় সে সকল আশা চুর্ণ?
সকল আশার পারে দাঁড়িয়ে দেখি যে সপন
তার বিনিময়ে রেখে যেতে চাই আমার প্রাণ।