শূন্যতার কাছে গেলে
নিজেই নিজের লাগাম-জিন পরে নিয়ে
ঘোড়াশাল থেকে পালিয়ে আসে ঘোড়া
পিঠে চড়িয়ে নেয় আমাকে
চলতে থাকে ঘাস মাড়িয়ে
আহা ঘাস, ব্যথা পাও না ?
চলতে থাকে উৎখাত করে শিশির
আহা শিশির, তোমার ধৈর্য্য চমৎকৃত করে


শূন্যতায় এসব পাওয়া যায়
কিন্তু শূন্যতায় যেতে পারে না সবাই
কেবল পারে— যার আছে একটি নির্লিপ্ত কুকুর
এবং একটি অহিংস বিড়াল


ও-দুটোই আমার আছে
আমি যেতে পারি কাজেই
আমি গেলে
আকারে ছোট হয়ে
পাঁচ ফুট ছয় ইঞ্চি হয়ে যায় শূন্যতা
আনুমানিক আব্বার মাপে নামে বর্ষাকাল!