বেশী কিছু চেয়েছি কই
চেয়েছি তো কিছু দূর্বাই
কিছু বিষকাঁটালি-ফণীমনসার
দিন-যাপন স্থাপন লোমকূপে
ভয় পাওয়া হেঁচকিতে
হাতে চলে আসা কলজে নিয়ে
আমার ভেতর ঢুকে পড়া ইঁদুরের।
বেশী কিছু চেয়েছি কই ?


চেয়েছি কিছু ঘাসফুল
ফড়িং-ওজনে নুয়ে পড়ে যারা
কিছু নিজস্ব লতাগুল্মের হ্যাঙ্গারে টাঙাতে জোনাকির গোল্লাছুট
বেশী কিছু চেয়েছি কী ?


তবু, আমাকে নিয়েই চললো কানাঘুষো—
‘ক’দিন ধরে মাটির মানুষটা কেমন পাগল পাগল করছে, দেখেছেন ?’


এমন মাটি-চরিত্রে আল্লার গজব পড়ুক !