আমার কিছুই ভালো লাগছে না
জেনে চলে এলে তুমি


তোমার আশকারায়
পোষা খরগোশটি অবমুক্ত হয়ে
আমার গোটানো হাতে কোল রচনা করলো নিজেই
এবং শুয়ে পড়লো।
প্রাচীর টপকে গাছ-পাকা জাম খেতে
গাছে উঠে গেলো কয়েকদিন পুরোনো
টোকাইয়ের সাথে করা আমার ভালো ব্যবহার
যার পাতার বাঁশিতে চড়ে হিরণ্ময় এসেছিলো সেদিন।


কিছুই ভালো লাগছে না জেনে
চলে এলে তুমি
কিছুই ভালো লাগছে না জেনে
কবে তুমি আসবে না ?