জোৎস্নার হাটে শূন্যতা কিনে ফিরছি 
কাল হরতাল, সামনে পুলিশ, ধরলো
ধরলো পুলিশ থাপ্পড় খেয়ে ফেললাম
আরেকটা লোক নির্ভয়ে হেঁটে চললো


আরেকটা লোক নির্ভয়, তার ব্যাখ্যা-
হাত ভরে তার বাজারের ব্যাগ ঝুলছে
ব্যাগ থেকে মাথা বের করে আছে লাউটা
লাউ-সুন্দর সরলতা সোর তুলছে


যাই হোক, ছাড়া পেয়ে গালে হাত, চলছি
লাউ চলছেন বেশ দূরে তবু স্পষ্ট 
স্পষ্টই তাই দেখলাম— লাউ বাসটায় 
ছুঁড়ে মারলেন সশব্দ লাল কষ্ট


শতরূপা তোরও পুলিশের ধাত জোইনি
আর আমি এখনো লাউ-সক্ষম হইনি !