বাজারের ব্যাগ নিয়ে ফেরা পথে
ব্যাগ খুলে দেখি—
ঠাঠা করে হেসে গড়াচ্ছে আড়ৎদার
হাসিমাখা সেই থুৎকার
থেকে কেঁদে বাড়িমুখো দীঘল মতিন !


তারপরও দেখা যাবে একদিন
সারারাত বউয়ের সাথে শুয়ে
সকালে আলের ধারে পোয়াতি-মতিন
তার গায়ে থোকা থোকা বরবটী-ফুল !