নীরবতা তড়পায় স্বপ্নের দহলিজে একা 
গাইতে বিভোর পাখি, সুর নেই শুধু কুহু-কেকা 
নামে রাত তারপর জোৎস্না ও ফসফরাসের ,
আর মিথ্যে'তে ঢাকা দুই-দুটো হালাল দেহের !
ভাঙ্গে হৃদয় তখন
কারণ সে দুজনের তুইও একজন
কারণ ভুল চিনেছি আসল-আপন
কারণ আসল চিনে দায় ফেরা বাড়ি 
ঈশ্বর-শয়তান যৌথভাবে দুয়ে'ই অশরীরী !