আমার হৃদয় আমাকে দিয়েই
কাটিয়ে কুটিয়ে দেখি-
চাষ করিয়ে নিচ্ছে নীলের,
শোষক বেণিয়া সখী !
তবু জোরে কেঁদে উঠিনি কারণ,
শুনে যেনো দ্বীনবন্ধু-
না লেখে আবার নীল-দর্পণ ,
না পোড়ে সে-সখী-সিন্ধু !



পুরোনো জুতোর ভেতর থেকে দু'টো ইঁদুরের ছানা,
রোজ দেখতাম বেড়াতে বেরোয়, আজ দেখি আসছেনা!
পাশের বাড়ির ঝগড়া-ঝাটি ও বেছে বেছে আজ'ই বন্ধ!
আমার একলা ঘর ভরা তাই দ্বিগুণ একলা গন্ধ !
আমি অল্প অল্প কাঁদছি....
কেউ কি শুনছো? বলছো কি কেউ 'আসছি '?
'আসছি ' বললে, ভুল হবে জঘন্য!
এই ক'টি লাইন উল্টো বোঝার জন্য !