আমি ভেবেছি, আমিই যাবো তোমার কাছে চাইতে ক্ষমা !
চোখের কোণে বৃষ্টি ডেকে
থামিয়ে তোমায় পেছন থেকে,
সবচে নিখুঁত আমায় দেবো তোমার হাতে জমা !
বলবো আমার ভুল হয়েছে, এবার বেড়াও রক্তে তিলোত্তমা !


‘বলবো আমার ভুল হয়েছে’ 
তোমার লেখা আমার নামের বানান থেকে জেগে!
‘বলবো আমার ভুল হয়েছে’
তোমার মনের ভেতর থেকে, যে মনে আমার আরেক-প্রস্থ ত্বকের স্বভাব লেগে !
কিন্তু ওইযে মন্দ কপাল ! তার জন্যই যোগ্য আমায় ফেলে,
কপাল জোরে সেই সুযোগও তুমিই পেয়ে গেলে ।


কাজে লাগাবে কবে, যে-সুযোগ পেলে ?