বরাবর বলে গেছি, 'হৃদয় ছায়ায় এসে বোস'!
তুই আমার বান্ধবী হোস!
তুই আমার কাদামাটি
ঘাঁটাঘাঁটি 
করে গড়া পরিপাটী
ঠোঁট বাঁকা বধু শিশুতোষ!
তুই আমার ছেলেখেলা হোস !


আমি তোর অকারণে
কিল ঘুষি ভরা রণে
স্বেচ্ছায় কুপোকাত পিঠ !
বরাবর চেয়ে গেছি, আমার সাথেই বাধা যুদ্ধ রিপিট !
আমি দিন তুই আমার ঘন্টা-মিনিট!
আমি এক হানাবাড়ি 
শেওলার চাপ-দাড়ি-
পরা ভয়, রাতময় !
এড়াতে পারলে লোকে খোশ!
তুই আমার ধুলোবালি হোস !
বরাবর বলে গেছি 'হৃদয় ছায়ায় এসে বোস'!
বরাবর পেয়ে গেছি তবু আপসোস !